English | Bangla
কার্যক্রম
কৃষি বিপনন আইন, ২০১৮ তে তামাক কে অর্থকরী ফসলের তালিকায় রাখা হয়েছে। তামাক অর্থকরী ফসল হিসাবে উল্লেখ থাকায় আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হলে সরকারের সহায়তায় তামাকের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ ঘটবে। যা দেশে চলমান তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। অর্থকরী ফসলের তালিকা থেকে তামাক বাদ দেওয়ার দাবীতে ১৬ জানুয়ারী ২০২০ ধানমন্ডির আবাহনী মাঠের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ও সবজি মিছিল থেকে বক্তারা এ দাবী করেন। ...
০৪ আগষ্ট, ২০১৬ দুপুরে বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি দলের সঙ্গে নিজ দপ্তরে মতবিনিময় কালে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘তামাক চাষ পরিবেশ, জনস্বাস্থ্য, অর্থনীতির জন্য ক্ষতিকারক। এছাড়া তামাক চাষের ফলে কৃষি জমির উর্বরতা কমে যায়। তামাক চাষে জমির পরিমাণ বৃদ্ধির অর্থ খাদ্য উৎপাদনে জমির পরিমাণ কমে যাওয়া। এসব বিবেচনায় সরকার তামাক চাষে কোন সহযোগিতা করছে না। উপরন্তু তামাক চাষ নিরুৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে’। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।  ...
অস্বাভাবিকভাবে তামাক চাষ বৃদ্ধির ফলে দেশে খাদ্য সংকট দেখা দিবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৪ সালে ১ লাখ ৮ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তামাক চাষ কমিয়ে আনতে অবিলম্বে সরকারকে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর যৌথ আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এ দাবী জানান। ...