English | Bangla
কার্যক্রম
অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, পরিবেশ দূষণ, জীবন যাত্রায় পরিবর্তনসহ নানাবিধ কারণে ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, স্থুলতা, বিষন্নতাসহ বিভিন্ন রোগ মানুষের মাঝে বৃদ্ধি পাচ্ছে।আগামী দিনে স্বাস্থ্যবান জাতি পেতে হলে শিশু কিশোরদের অস্বাস্থ্যকর খাবার ও নেশাজাত দ্রব্য থেকে দূরে রাখতে হবে। জনস্বাস্থ্য বিষয়ক সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন বন্ধে অনতিবিলম্বে কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ জরুরী। ...
অক্টোবর ২০১৮ সকালে রায়েরবাজারে ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্সেস স্টাডিজ, ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবসকে রেখে ‘সুস্থ্য খাবার, সুস্থ্য জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সুস্থ্য জীবনের নিয়ামক স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর খাবারের সীমিত যোগান এবং অস্বাস্থ্যকর খাবারের লোভনীয় ও আগ্রাসী বিজ্ঞাপনের কারনে মানুষ এ সকল খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে মানুষের অসংক্রামক রোগ, স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বাড়ছে। সুখী ও স্বাস্থ্যবান জীবন উপভোগ এবং অসংক্রামক রোগের প্রাদূর্ভাব হতে ...
১১ এপ্রিল ২০১৮, বুধবার, সকাল: ১০:৩০ টায় ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) সম্মেলন কক্ষে এনসিডিসি-স্বাস্থ্য অধিদপ্তর, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও সিএনআরএস’র উদ্যোগে “অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার নিশ্চিতে করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে মোট মুত্যুর ৬৭ শতাংশ হয় অসংক্রামক রোগের কারণে হয়। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্যের জোগান নিশ্চিতে সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে সম্মনিত ভাবে বিদ্যমান আইন ও নীতির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ...
১৫ফেব্রুয়ারি বিকেলে বিশ্ব শিশু ক্যান্সার দিবস-২০১৮ উপলক্ষ্যে অস্বাস্থ্যকর খাবারের উপর অধিক হারে করারোপ, প্যাকেটের গায়ে স্বাস্থ্য সর্তকবানী প্রদাণ, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা এবং প্রণোদনা নিষিদ্ধ করার দাবীতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরে একটি ব্যাতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ...
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ফাস্টফুড, কোমল পানীয় ও এনার্জি ডিঙ্কস বর্জনের আহবান জানিয়ে ৩১ জানুয়ারী ২০১৮ বিকেলে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় সচেতনতামূলক অবস্থান ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ...