খাদ্যাভ্যাস, অলসতা, ধূমপান ও তামাক সেবন, মাদকের অপব্যবহার ইত্যাদি নানা কারণে মানুষের মধ্যে ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, হাঁপানিসহ নানারকম অসংক্রামক রোগ বাড়ছে। এসব রোগ প্রাণঘাতী, দীর্ঘমেয়াদী ও চিকিৎসা ব্যয়বহুল। তাই অসংক্রাতক রোগ প্রতিরোধকে সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ কার্যক্রমে জোরদার করার মাধ্যমে জনস্বাস্থ্যের টেকসই উন্নয়ন করা সম্ভব।
১৬জুন বিকাল সাড়ে চারটায় রায়েরবাজার ডাবিউবিবি ট্রাস্ট এইচআরডিসি সেন্টারে আয়োজিত বিভাগীয় কর্মশালায় বক্তারা উপরোক্ত আহবান করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট পরিবেশবিদ ...